চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাসের লামিয়া পুড়ে মারা গেছে।
উপজেলার ইছাখালী ইউনিয়নের জামাদার গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
লামিয়া আক্তার ওই গ্রামের মো. রাজিব ও পান্না আক্তারের একমাত্র সন্তান।
ইউপি সদস্য মীর হোসেন নিউজবাংলাকে বলেন, ‘জুমার দিন হওয়ায় পুরুষরা সবাই মসজিদে ছিলেন। শিশুটিকে বাসায় ঘুম পাড়িয়ে মা আর দাদি কিছু দূরে পুকুরে গোসল করতে যান।
‘এর মধ্যে শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। লামিয়াকে বের করতে পারেনি কেউ। ঘুমন্ত অবস্থায় শিশুটি পুড়ে মারা যায়।’
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হায়াতুন্নবী নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’