নওগাঁ সদরে অবৈধভাবে শিশুখাদ্য তৈরির দায়ে সতেজ ফুড প্রডাক্ট নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, ‘দুপুরে নওগাঁ সদরের বিভিন্ন এলাকায় বাজার তদারকিতে অভিযান চালানো হয়। গোপনে জানা যায়, লাইসেন্সবিহীন সতেজ ফুড প্রডাক্ট আইস বার নামে শিশুখাদ্য তৈরি করছে। সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই শিশুখাদ্যের প্যাকেটের গায়ে কেরানীগঞ্জ, ঢাকা লেখা মিথ্যা বিজ্ঞাপন দেয়া হয়।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘জালিয়াতির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করা হয়েছে।’
জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা শামীম হোসেন।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল হক ও পুলিশের একটি টিম অংশ নেন।