পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘২০১৫ সালে কিছু জঙ্গি তৎপরতার কারণে তাজিয়া মিছিলে একটি ঘটনা ঘটেছিল। তবে আপাতত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। গোয়েন্দা সূত্রে বা ডিএমপির সিটিটিসি সূত্রে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।’
তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘তাজিয়া মিছিলের অনুষ্ঠানিকতা মূলত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। কিছু জায়গায় আবার ৬ আগস্ট থেকেও শুরু হয়ে যাবে।’
ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। ছাদেও পুলিশ থাকবে। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে, সেসব জায়গা আগে থেকে বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। এ ছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে, সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।
তাজিয়া মিছিলের এক-দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশপাশের হোটেলগুলোতে রেইড ও ব্লক রেইড পরিচালনা করা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাজিয়া মিছিল নিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা অপপ্রচারমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের নজরদারি থাকবে।
তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
ডিএমপির কমিশনার আরও বলেন, ‘প্রতি বছর তাজিয়া মিছিলে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে। তাজিয়া মিছিলের কারণে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হতে পারে, সে ক্ষেত্রে আমি নগরবাসীকে অনুরোধ জানাব, তারা যেন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে যা করণীয়, তা আমরা করে যাব। আমরা আশা করি, অনেক সুন্দর ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় এই উৎসব আমরা সম্পন্ন করতে পারব।’