বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি

  •    
  • ৪ আগস্ট, ২০২২ ০৯:৪৪

তদন্ত কমিটির প্রধান আলী আকবর বলেন, ‘আমাদের পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামীকাল যেহেতু ভর্তি পরীক্ষা রয়েছে তাই তদন্তের কাজ করার জন্য আমরা চার দিন সময় পাব। অভিযোগপত্র এখনও আমাদের হাতে পৌঁছেনি, তবে তা দ্রুত হাতে পেয়ে যাব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে মধ্যরাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল কর্তৃপক্ষের মিটিংয়ের পর বুধবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান হিসেবে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আলী আকবর। বাকি দুজন হলেন লোক-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আলী আকবর বলেন, ‘আমাদের পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামীকাল যেহেতু ভর্তি পরীক্ষা রয়েছে, তাই তদন্তের কাজ করার জন্য আমরা চার দিন সময় পাব। অভিযোগপত্র এখনও আমাদের হাতে পৌঁছেনি, তবে তা দ্রুত হাতে পেয়ে যাব।’

সাংবাদিক নির্যাতনের এ ঘটনায় নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলাদা বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

এ ছাড়াও রাজনৈতিক সংগঠন থেকে বিবৃতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

গত মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে ডেকে নিয়ে নির্যাতন করেন ছাত্রলীগের কয়েকজন ছাত্রলীগ কর্মী।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়ে আট নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করে সংগঠন থেকে তাদের অব্যাহতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নির্যাতনের শিকার ওই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি গণমাধ্যমে কাজ করেন তিনি।

এ বিভাগের আরো খবর