যশোরের বাঘারপাড়ায় মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে ৪২ বছরের তৌহিদুর রহমান এবং তার ছোট ভাই ৪০ বছর বয়সী রুহুল আমীন।
তৌহিদুর রহমান পেশায় হোমিও চিকিৎসক ছিলেন। বাড়ির পাশে জয়নগর মোড়ে তার একটি চেম্বার রয়েছে। বড় ভাই রুহুল আমিন কৃষি কাজ করতেন।
মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকেল ৫টার দিকে উঠানে বিদ্যুৎচালিত মেশিনে ঘাস কাটছিলেন রুহুল আমিন। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে যান ছোট ভাই তৌহিদুর রহমান। রুহুল আমিনকে ছটফট করতে দেখে মনে করেন তার হয়তো হাত কেটে গেছে। দৌড়ে গিয়ে ভাইকে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সে সময় বাড়ির লোকজন বুঝতে পারেন তারা বিদ্যুতায়িত হয়েছেন, সঙ্গে সঙ্গে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান রেজাউল ইসলাম।
দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শুরু হয় শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় রায়পুর ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।