বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের তাড়া, মহাসড়কে বাসে পিষ্ট অটোচালক

  •    
  • ৩ আগস্ট, ২০২২ ১৫:৪৮

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইমরান বলেন, ‘হাইওয়ে পুলিশের ধাওয়া করার বিষয়টি সঠিক নয়। আমরা পোশাক পরা অবস্থায় পুলিশ ভ্যানে ছিলাম। একটু দূরে ছিলাম। একটা কার ড্রাইভারের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে দুর্ঘটনায় কবলিত অটোরিকশাকে তাড়া দেয়ার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করেছিল উত্তেজিত জনতা।

সীতাকুণ্ডের বটতল এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. কুরবান একই উপজেলার পন্থিছিলা এলাকার ফকির পাড়ার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইমরান হোসাইন নিউজবাংলাকে বলেন, ‘হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে সিএনজি অটোরিকশাটি উল্টো পথে ইউটার্ন নেয়। এ সময় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। সিএনজিতে থাকা আরও ৩/৪ জন আহত হয়েছেন।’

তবে সিএনজি অটোরিকশাকে ধাওয়া করার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইমরান নিউজবাংলাকে বলেন, ‘হাইওয়ে পুলিশের ধাওয়া করার বিষয়টি সঠিক নয়। আমরা পোশাক পরা অবস্থায় পুলিশ ভ্যানে ছিলাম। একটু দূরে ছিলাম। একটা কার ড্রাইভারের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা।

‘ঘটনাস্থলে গিয়ে দেখি ঢাকামুখী লেইনে একটি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছে। আরও ৪ জন আহত ছিল, আমরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছি।’

তবে সড়ক অবরোধের কথা স্বীকার করে তিনি বলেন, ‘কিছুক্ষণ সিএনজি অটোরিকশার চালকরা অবরোধ করেছিল। ওরা তো সবসময় হাইওয়ে পুলিশের বিরোধী।’

এ বিভাগের আরো খবর