বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাস্টবিনে পড়েছিল নবজাতক

  •    
  • ৩ আগস্ট, ২০২২ ০৯:৫২

আশুলিয়া থানার এসআই ইউনুস আলী বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। নবজাতকটি সুস্থ আছে বলে তারা জানিয়েছেন। কে বা কারা সুযোগ বুঝে তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

ঢাকার সাভারে ডাস্টবিনে ফেলে রেখে যাওয়া নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী মঙ্গলবার রাত ১২টার দিকে নবজাতকটির সুস্থতার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া সোনিয়া গেট এলাকার রিপন সিকদারের বাড়ির পাশের ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানী নূর মোহাম্মদ নিউজবাংলাকে বলেন, ‘সোনিয়া গেট এলাকায় আমার চাচা রিপন সিকদারের বাসা। রাত ৮টার দিকে তার বাসার পাশে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় অনেকে। কাছে গিয়ে ফুটফুটে ছেলে নবজাতক পড়ে থাকতে দেখা যায়।

‘কে বা কারা নবজাতককে ওখানে ফেলে রেখে গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করি। থানার ডিউটি অফিসারকে বিষয়টি ফোন করে জানালে তারা নবজাতককে হাসপাতালেই খেয়াল রাখতে বলেন।’

তিনি আরও বলেন, ‘শিশুর বয়স সম্ভবত এক অথবা দুই দিন হবে। অনেক ফুটফুটে দেখতে শিশু এখন সুস্থ আছে। এলাকার অনেকেই নবজাতককে দত্তক নিতে চাচ্ছে।’

এসআই ইউনুস আলী বলেন, ‘হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। নবজাতকটি সুস্থ আছে বলে তারা জানিয়েছেন। কে বা কারা সুযোগ বুঝে তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

নবজাতকটি দত্তক নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখন বাচ্চাটির চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব না। সুস্থ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা করা যাবে।’

এ বিভাগের আরো খবর