ঢাকার সাভারে যাত্রীর সঙ্গে ভাড়ার টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে পিটুনিতে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী আরিফ হোসেন কিরণমালা পরিবহনের চালক। তার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বাস চালাতেন আরিফ।
বাসচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘নারী ও শিশু হাসপাতাল থেকে মারধরে নিহত এক বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও বাসের হেলপার খোকন মিয়া জানান, কিরণমালা পরিবহনের বাসটি গাজীপুর থেকে রাজধানীর মিরপুর চলাচল করে। বিকেলে কোনাবাড়ী থেকে আশুলিয়ার নরসিংহপুরের উদ্দেশে এক যাত্রী বাসে ওঠেন। তার কাছ থেকে অনেকবার ভাড়া চাইলেও তিনি পরে দেবেন বলে জানান।
পরে তার গন্তব্য নরসিংহপুরের ইটখোলা এলাকায় পৌঁছে গেলে ভাড়া না দিয়েই তিনি বাস থেকে নেমে যান।
হেলপার খোকন মিয়া বলেন, ‘এ সময় চালক আরিফ ও আমার সঙ্গে ওই যাত্রীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সড়ক থেকে ইট নিয়ে বাসে ছোড়ার চেষ্টা করলে আরিফ বাধা দেন।
‘এতে ক্ষিপ্ত হয়ে ওই যাত্রী আরিফকে মারধর শুরু করেন। এ সময় সড়কে থাকা উৎসুক কয়েকজনও হঠাৎ যাত্রীকে সমর্থন করে আরিফকে বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে আরিফ অজ্ঞান হয়ে পড়লে তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ততক্ষণে যাত্রীসহ মারধরকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলেও জানান হেলপার খোকন।
এসআই আল মামুন কবির বলেন, ‘প্রাথমিক তদন্তে এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে পিটুনিতে চালকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’