কুমিল্লার বরুড়ায় মাছের ঘেরে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বরুড়ার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলো ৪ বছরের ইসমাইল ও ৬ বছরের রোজা। তারা ফুপাতো ও মামাতো ভাইবোন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিশু খেলার জন্য ঘর থেকে বের হয়। তাদের সাড়া না পেয়ে স্বজনরা খুঁজতে বের হয়। ঘণ্টাদুয়েক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাছের ঘেরে তাদের পোশাক দেখে। লোকজন ঘেরে নামলে ভেসে থাকা ইসমাইলের মরদেহ দেখতে পায়।
এসআই আরও জানান, ঘেরে নেমে জাল ফেলে উদ্ধার করা হয় রোজার দেহ। পরিবারের ধারণা, শিশুদুটি ঘেরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।