পশ্চিমা এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে আমাদের পেটে লাথি মারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তৌফিক-ই-এলাহী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় বিভিন্ন এলাকায় স্থাপিত ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘পশ্চিমারা নিজেদের স্বার্থে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করছে আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর পেটে লাথি মারছে। এ যুদ্ধের দায়-দায়িত্ব পশ্চিমাদের, তাদের নিজেদের ষড়যন্ত্রকারীদের। তাদের ঘটনার দায় আমরা কেন নেব।’
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আবাসিক ও বাণিজ্যিক বেআইনি গ্যাসলাইন কমাতে হবে। এগুলো বন্ধ করলে দুটো লাভ, প্রথমে গ্যাসের প্রাপ্তিটা একটু বাড়বে, এতে প্রেসার ইমপ্রুভ করবে। আরেকটা হলো যে অর্থ সরকার পাচ্ছে না, সেটা আসবে। যারা দেশে অবৈধ কাজ করবে তাদের শাস্তি নিশ্চিত করতে চাই।’
তিনি বলেন, ‘যারা তিতাসের লোক বলে পরিচয় দিয়ে দেশের ক্ষতি করছে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যারা পয়সা দিয়ে গ্যাস এবং বিদ্যুৎ নিচ্ছে তাদের স্বার্থ রক্ষা করতে হবে।’
ডিজেলের দাম বাড়ানো হবে কি না-প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিজেলের দাম কমার কোনো সম্ভবনা দেখছি না। ডিজেলের দাম বাড়ানো হয় হিসাব-নিকাশের মধ্য দিয়ে। হুট করে এটা না করে আমাদের একটু বিশ্লেষণ করতে হয়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০৯ সালে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন ১২ হাজার মেগাওয়াট দেয়া হচ্ছে। এত সীমাবদ্ধতার পরও তিন থেকে চার গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ বিএনপি মায়াকান্না করছে আর বামপন্থিরা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহরের লোকজন বিদ্যুৎ পাবে, আর গ্রামের লোকজন যখন হবে তখন পাবে এটা তো ঠিক না। যা সংকট তা সবাইকে নিয়েই থাকতে হবে।’
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘সব বেশি অবৈধ গ্যাস সংযোগ কাটা হয়েছে নারায়ণগঞ্জে। সব মিলিয়ে ২ লাখ ৩৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এর মধ্যে শুধু নারায়ণগঞ্জে ১ লাখ ৭ হাজার। ৪০ শতাংশ গ্যাস সিস্টেম লস হচ্ছে এখানে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাসের এমডি হারুন অর রশীদ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শহিদুল ইসলাম, বিকেএমএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।