বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবক

  •    
  • ২ আগস্ট, ২০২২ ১৮:৪১

বাদী বলেন, ‘হাফিজুরের বাড়িতে নিয়ে আমার মেয়ের স্কুলের ধর্মীয় শিক্ষকের উপস্থিতিতে সাদা কাগজে আমার ও আমার মেয়ের স্বাক্ষর নেয়া হয়। শিক্ষক জানান, হাফিজুরের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে। আমি প্রতিবাদ করলে ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে মেয়েকে রেখে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।’

যশোরের অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাফিজুর রহমান হাফিজ নামে ওই যুবককে মঙ্গলবার ভোরে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী স্কুলছাত্রীর মা জানিয়েছেন, তার মেয়ে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রি। প্রতিবেশী হাফিজুর মেয়েটিকে উত্যক্ত করতেন। গত ১৩ জুলাই হাফিজুরের সঙ্গে মেয়েটির বিয়ের জন্য প্রস্তাব দেন হাফিজুরের খালা রোকেয়া বেগম। তাতে রাজি না হওয়ায় তাকে ও মেয়েকে হাফিজুরের বাড়িতে জোর করে নিয়ে যান রোকেয়া।

বাদী বলেন, ‘হাফিজুরের বাড়িতে নিয়ে আমার মেয়ের স্কুলের ধর্মীয় শিক্ষকের উপস্থিতিতে সাদা কাগজে আমার ও আমার মেয়ের স্বাক্ষর নেয়া হয়। শিক্ষক জানান, হাফিজুরের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে। আমি প্রতিবাদ করলে ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে মেয়েকে রেখে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।’

তিনি জানান, গত ১৭ জুলাই রাতে মেয়েকে অসুস্থ অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় হাফিজুর। মেয়েটি জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে হাফিজুর আটক হওয়ার সময় বলেছিলেন, ‘দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। জোর করে হয়নি।’

স্কুলছাত্রীর শিক্ষক বলেন, ‘হাফিজুরসহ কয়েক সন্ত্রাসী আমাকে অস্ত্রের মুখে জিম্মি করিয়ে এ কাজ (বিয়ে দেয়ার) করিয়েছিলেন। প্রাণ বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম। তবে বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি।’

এ বিভাগের আরো খবর