কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পরচুলা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগ নেতা সাজিদুল আলমকে।
সাজিদুলের বাড়ি ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।
পুলিশের দাবি, পরচুলা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের ওই নেতা সরাসরি জড়িত। সিসিটিভি ফুটেজ ও আটক অটোরিকশাচালকের তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
এর আগে গত শুক্রবার বেলা ১১টার দিকে ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই প্রতিষ্ঠানের ৮ বস্তা পরচুলা ছিনতাই হয়। ঘটনার দুদিন পর সোমবার রাত ৮টার দিকে ছিনতাই হওয়া মালামালসহ অটোরিকশা ও মোটরসাইকেল জব্দসহ একজনকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির ছিনতাইকারীদের নামে থানায় মামলা করেন।
এজাহারের বরাতে ওসি জানান, ওই ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই প্রতিষ্ঠানের ৮ বস্তা পরচুলা অটোরিকশা করে কুমিল্লা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চালককে মারধর করে পরচুলাসহ অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে আগানগর এলাকায় গিয়ে তারা মালামাল অন্য অটোরিকশায় করে কণ্ঠনগরের দিকে নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানায় অভিযোগ করেন।
পরে ওসির নির্দেশনায় এসআই শরীফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স প্রাথমিকভাবে একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে ছিনতাইকারীকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অটোরিকশাচালককে আটক করা হয়।
আটক অটোচালকের তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে কণ্ঠনগর এলাকার একটি বাড়ি থেকে চুলগুলো উদ্ধার করে। একই স্থান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়।
উদ্ধার চুলের মূল্য ১৬ লাখ টাকার বেশী বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুর রহমান জানান, চুল ছিনতাইয়ের ঘটনায় প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির সাজিদুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন।
তিনি আরও জানান, অটোচালক ২৫ বছরের আশরাফুল ইসলামের বাড়ি রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামে। বর্তমানে খাড়াতাইয়া গাজী বাড়িতে থাকেন। এ ছাড়া আরও একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি মারুফ রহমান বলেন, ‘আটক অটোচালকের তথ্যের সূত্র ধরে মালামালসহ অটো ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সিটিভি ফুটেজে দেখে ছিনতাইকারী সাজিদুল আলমকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।’