কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মান্দারকান্দি গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী নাছির উদ্দীন মান্দারকান্দি গ্রামের বাসিন্দা আবদুল করিম মঙ্গলের ছেলে।
অভিযুক্ত ২৮ বছর বয়সী এই যুবকের নাম স্বপন মিয়া। সে ওই একই এলাকার বাসিন্দা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, নাছির উদ্দীন ও স্বপন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির সীমানা ও জমিসংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। সকালে বাড়ির পাশের কলাগাছ থেকে কলার ছড়ি কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্বপন নাছিরকে ধারালো দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নাছিরের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’