মুন্সীগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চ বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় পানিতে পরে নিখোঁজ স্কুলছাত্র নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ইমামপুরের হোগলাকান্দি গ্রামের পাঙ্গাসিয়া খাল থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
১৮ বছর বয়সী নিলয় হোগলাকান্দি গ্রামের চিকিৎসক মোহাম্মদ আলীর ছেলে।
এর আগে সোমবার সন্ধ্যায় পিকনিকের জন্য লঞ্চ ভাড়া করে আনার পথে ঝুলন্ত তারের সংস্পর্শে বিদ্যুতায়িতের ঘটনা ঘটলে পানিতে পরে নিখোঁজ হন নিলয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, ‘দুর্ঘটনার খবর রাত ১০টার দিকে আমাদের কাছে আসে। ডুবুর দল না থাকায় রাতে উদ্ধার অভিযান চালানো যায়নি। আজ ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে ডুবুর দলের কিছু সময়ের চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’
মঙ্গলবার পিকনিকে যেতে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামের লঞ্চটি ভাড়া করে হোগলাকান্দি গ্রামের নিলয়সহ তার ৬-৭ বন্ধু। পথে হোগলাকান্দি গ্রামসংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তলিয়ে যান।