কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কথিত গ্রুপ আরসার বিরুদ্ধে।
মধুরছড়া ক্যাম্পের ৪ নম্বর এক্সটেনশনের আই ব্লকে সোমবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী মোহাম্মদ নূর আলম বেসরকারি এনজিও কারিতাসে কাজ করতেন। তিনি আই ব্লকেই থাকতেন।
মঙ্গলবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা গ্রুপের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। তবে নূরের গ্রুপের নাম জানা যায়নি।
‘ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রাথমিক তদন্তের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিউজবাংলাকে বলেন, ‘নূর আলমকে কথিত সন্ত্রাসী গ্রুপ আরসা তাদের দলে ভেড়াতে চেয়েছিল, কিন্তু পারেনি। নূর আলমের সঙ্গে তাদের বিরোধী দলের সখ্য ছিল। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’