কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় অপহৃত চারজনকে উদ্ধার করেছে র্যাব-পুলিশ।
মারিশবনিয়া পাহাড় থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিরা হলেন আমিনুর রহমান, মো. নুর, মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ। তাদের বাড়ি বাহারছড়ার নোয়াখালীপাড়ায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ে র্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালীপাড়া পাহাড়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার করে। এ সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে।
গ্রেপ্তার ফরিদ আলমের বাড়ি বাহারছড়ার মারিশবনিয়া এলাকায়।
গত এক সপ্তাহে ৬ জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের মুক্তিপণ হিসেবে ১০-১১ লাখ টাকা করে দাবি করেছিল। এই পরিস্থিতির মাঝে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে চারজন উদ্ধার হলো।
এদিকে ২৯ জুলাই নোয়াখালীপাড়ার মোহাম্মদ মুবিনুল ও মোহাম্মদ নূর নামে দুজনকে অপহরণের পর রোহিঙ্গা সন্ত্রাসীরা স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই ঘটনায় ৩০ জুলাই একটি মামলা করা হয় টেকনাফ থানায়। ওদিন সন্ধ্যায় আমিনুর রহমান ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। সবশেষ ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ নামে আরও দুজন স্থানীয়কে অস্ত্রের মুখে অপহরণ করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।