মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি চলন্ত লঞ্চ বিদ্যুতায়িত হয়ে নিলয় নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামসংলগ্ন পাঙ্গাসিয়া খালে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার পিকনিকে যেতে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামের লঞ্চটি ভাড়া করে হোগলাকান্দি গ্রামের নিলয়সহ তার ৬-৭ বন্ধু। পথে হোগলাকান্দি গ্রামসংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক।