সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন আকাশ সরকার নামে এক ছাত্রলীগ নেতা। পরে তাকে গিয়ে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। টানা এক ঘণ্টার চেষ্টায় নিজ কক্ষ থেকে ২৪ বছর বয়সী আকাশকে বের করে আনা হয়। তিনি উপজেলার নলতা ইউনিয়নের ইসাপুর গ্রামের নিত্য সরকারের ছেলে।
নলতা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আকাশ দাবি করছেন, প্রেমিকা প্রতারণা করায় তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ বিষয়ে ইউএনও খন্দকার রবিউল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে ফেসবুক লাইভে এসে ছেলেটি আত্মহত্যার হুমকি দেয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রশাসনের দৃষ্টিতে আসে। ঠিক সেই মুহূর্তে আমি ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দশ মিনিটের মধ্যেই সেই বাড়িতে পৌঁছে যাই।’
ইউএনও জানান, তিনি পৌঁছানোর পর শুরুতে ঘরের দরজা খুলতে চাননি আকাশ। টানা এক ঘণ্টা বোঝানোর পর অবশেষে দরজা খুলেন তিনি। ততক্ষণে বেশকিছু ঘুমের ওষুধও সেবন করে ফেলেন প্রেমে ব্যর্থ ওই ছাত্রলীগ নেতা। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
আকাশ জানিয়েছেন, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। কিন্তু মেয়েটি এখন প্রেম অস্বীকার করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। অভিমানে তাই আত্মহত্যাকেই সঠিক পথ মনে করেছিলেন যুবক।