বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদ্যপান করিয়ে মেরে ফেলার অভিযোগ ৩ বন্ধুর বিরুদ্ধে

  •    
  • ১ আগস্ট, ২০২২ ২০:০৫

স্ত্রী নুপুর বলেন, ‘বশির সব সময় ওই তিন বন্ধুর সঙ্গেই চলত। আর কয়েক দিন ওরা তাকে প্রতিদিন মদ খাওয়াচ্ছিল। ওরাই আমার স্বামীকে খুন করছে। আমি ওদের বিচার চাই।’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বশির ব্যাপারী নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। গত ২৮ জুলাই নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

৩৭ বছর বয়সী নিহত বশির উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে। মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের চাচার অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই একটি মামলা গ্রহণ করে টঙ্গীবাড়ি থানা পুলিশ।

এদিকে নিহতের স্ত্রী নুপুর আক্তারের অভিযোগ, স্বামীকে মদ্যপান করিয়ে তার তিন বন্ধুই হত্যা করেছেন। তারা হলেন একই উপজেলার বাদশা খানের ছেলে শাহীন খান, হজরত আলী শেখের ছেলে সফি শেখ ও কুব্বত আলী শেখের ছেলে সেলিম শেখ।

নুপুর জানান, গত ২৬ জুলাই রাতে তার বাবার বাড়িতে গরুর মাংস খেতে ওই তিন বন্ধুকে নিয়ে হাজির হন বশির। পরে সেখানে তারা একসঙ্গে মদ্যপান করেন। পরে শ্বশুরবাড়ি থেকে বিদায় নেয়ার সময় হেলেদুলে পড়ছিলেন বশির।

এ অবস্থায় বশিরকে রেখে যাওয়ার কথা বলেন তার শাশুড়ি। কিন্তু বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দেবে বলে নিয়ে যায়। যদিও রাত সাড়ে ১০টার দিকে তাকে শ্বশুরবাড়িতেই রেখে যায় তারা। এ সময় বশির এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

নুপুর বলেন, ‘রাতে আমরা একসঙ্গেই ঘুমিয়ে ছিলাম। কিন্তু সবার অগোচরে মাঝরাতে সে ঘর থেকে বের হয়ে যায়। পরে বাড়িতে না ফেরায় আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং টঙ্গীবাড়ি থানায় একটি জিডি করি। ২৮ তারিখ সন্ধ্যার পর খবর পাই, নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে একটি লাশ ভেসে উঠেছে। গিয়ে দেখি, লাশটি বশিরের। তার ভুঁড়ি বের হয়ে আছে। আর মুখে স্কচটেপ পেঁচিয়ে রাখা।’

তিনি বলেন, ‘বশির সব সময় ওই তিন বন্ধুর সঙ্গেই চলত। আর কয়েক দিন ওরা তাকে প্রতিদিন মদ খাওয়াচ্ছিল। ওরাই আমার স্বামীকে খুন করছে। আমি ওদের বিচার চাই।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা নোহের আলী বলেন, ‘বশির এলাকায় বিভিন্ন পুকুরে মাছের চাষ করত। এ নিয়ে এলাকার অনেকের সঙ্গেই তার শত্রুতা ছিল। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি।’

এ বিষয়ে অপহরণ ও হত্যা মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর