চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে সোয়া তিন কেজি আফিম, সাড়ে তিন লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
কর্ণফুলীর শিকলবাহা থেকে রোববার রাত পৌনে ১টায় দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরদিন বিকেলে বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় বাহিনীটি।
গ্রেপ্তার কাকন মল্লিক বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির মন্টু মল্লিকের ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘বান্দরবান থেকে মাদক নিয়ে কিছু কারবারি চট্টগ্রামের দিকে আসছে বলে জানতে পারি আমরা। এর পরিপ্রেক্ষিতে রোববার রাত পৌনে ১টার দিকে শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় একটি গাড়ি তল্লাশির সময় এক যুবককে আমাদের সন্দেহ হয়।
‘তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি শসার বস্তা থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম ও সাড়ে তিন কেজি চোলাই মদ বের করে দেয় সে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচি থেকে পাইকারি দামে মাদক কিনে তা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে সে।’
উদ্ধার মদ ও আফিমের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা। আটক আসামিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।