বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবির ভুয়া পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

  •    
  • ১ আগস্ট, ২০২২ ১৭:২০

মতিঝিল গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে রাস্তায় গতিরোধ করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রোববার রাজধানীর মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, তিনটি জ্যাকেট, একটি হাতকড়া, একটি লাঠি, দুটি হোলস্টার, তিনটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, পুলিশ লেখা গাড়ির স্টিকার ও পাঁচটি চেক বই জব্দ করা হয়।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া এই ছয়জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করত। সাধারণ গ্রাহকের ছদ্মবেশে বিভিন্ন ব্যাংকে প্রবেশ করে যারা টাকা তুলতো তাদের টার্গেট করতো এই ডাকাতরা৷ এরপর তাকে অনুসরণ করে সুযোগ বুঝে তার গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিতো। পরে ভুক্তভোগীর টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে রাস্তার নির্জন কোনো অংশে ফেলে দিয়ে পালিয়ে যেত।

এ বিভাগের আরো খবর