নীলফামারীর ডোমারে মাহেন্দ্র উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
ডোমার-ডিমলা সড়কের একবটতলা এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর নদীয়াপাড়ার আফছারুল ইসলাম ও ডিমলা উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তীঁতপাড়া এলাকার জহুরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
ডোমার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইনস্ট্রাক্টর সাইয়েদ মোহাম্মদ ইমরান জানান, চালবোঝাই মাহেন্দ্র গাড়িটির পেছনের চাকা ফেটে বিস্ফোরিত হয়। মাহেন্দ্র উল্টে গিয়ে পাশের ভ্যানের ওপর পড়ে।
ঘটনাস্থলেই জহুরুল মারা যান। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে পথে মারা যান আফসারুল।
আহত তাসলিমা বেগম রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন।