বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

  •    
  • ১ আগস্ট, ২০২২ ১৫:৪৯

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উৎপল চন্দ্র দাশ বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।’

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃ্ত্যু হয়েছে।

পৌরসভার নলগোড়ায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ১০ বছরের আহাদ উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামের এসকান্দার মুন্সীর ছেলে। সে হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, আহাদ পৌরসভার নলগোড়া গ্রামে খালাতো বোনের বিয়ের দাওয়াতে আসে। বিয়েবাড়িতে আহাদ ও তার বন্ধুর বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পরিবারের লোকজন আহাদকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজ শুরু করে।

প্রায় ঘণ্টাখানেক পর বাড়ির মেহমানরা আহাদের দেহ পানিতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উৎপল চন্দ্র দাশ বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।’

এ বিভাগের আরো খবর