ভোলা সদরে পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হওয়ার ঘটনাকে বিনা উসকানিতে নরহত্যার সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে সোমবার জাতীয়তাবাদী গার্মেন্টস দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ তুলনা করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় রোববার বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। জেলা সদরের কালিনাথ রায় বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষের একপর্যায়ে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম।
বক্তব্যে সে প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ নেতা হাফিজ বলেন, ‘ভোলার ঘটনাটি সম্পূর্ণ বিনা উসকানিতে নরহত্যার শামিল। এটি বিরোধী মতকে দমন করার উপায়।’
সরকার বাংলাদেশের মানুষের বিভিন্ন অধিকার হরণ করেছে অভিযোগ করে বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘এ দেশে কোনো গণতান্ত্রিক অধিকার নাই, ভোটাধিকার নাই, সমাবেশের স্বাধীনতা নাই। এ কোন দেশে আমরা বসবাস করছি, যে দেশে নির্বাচনের আগের রাতে ভোট হয়ে যায়!
‘পৃথিবীর কোনো রাষ্ট্রে একটি সংসদ বহাল রেখে নির্বাচন দেয়ার ইতিহাস নেই। একমাত্র রয়েছে বাংলাদেশে। একাত্তর সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে আমরা এ দেশের ছাত্র সমাজকে আবার আহবান করব, তারা আবার রাজপথে নেমে শক্তি প্রদর্শন করবে।’