বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  •    
  • ১ আগস্ট, ২০২২ ১৩:০৭

পূবাইল রেলওয়ের স্টেশন মাস্টার মো. মাহবুব বলেন, ‘সকাল ৮টা ৫২ মিনিটে সিলেট মেইল ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরই স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।’

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইল কলেজ গেট এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৩ বছর বয়সী খোকন মিয়া পূবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন পূবাইল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মাহবুব।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৯টার দিকে খোকন মিয়া পূবাইল কলেজ গেট এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী সিলেট মেইল ট্রেন এলাকাটি অতিক্রম করছিল।

একই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন খোকনের পাশের লাইন দিয়ে যাওয়ার সময় খোকন দ্বিধায় পরে অপর লাইনে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় সিলেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার মো. মাহবুব বলেন, ‘সকাল ৮টা ৫২ মিনিটে সিলেট মেইল ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরই স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।’

এ বিভাগের আরো খবর