বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরপুর বেড়িবাঁধে দুর্ঘটনা: রবিউলের পর চলে গেলেন মিলনও

  •    
  • ১ আগস্ট, ২০২২ ০৯:৫১

মিরপুরের শাহ আলী বেড়িবাঁধ এলাকায় রোববার দুপুর ২টার দিকে বাস ও লেগুনার সংঘর্ষ হয়। সে দুর্ঘটনায় আহত রবিউল ও মিলনকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে রবিউল ও রাত পৌনে ১০টার দিকে মিলনের মৃত্যু হয়।

রাজধানীর মিরপুরে শাহ আলী বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহত সর্বশেষ ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ নিয়ে দুর্ঘটনায় আহত দুজনেরই মৃত্যু হলো।

সর্বশেষ প্রাণ হারানো ব্যক্তির নাম মিলন গাজী। এ ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।

শাহ আলী বেড়িবাঁধ এলাকায় রোববার দুপুর ২টার দিকে বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নামের একজন নিহত হন।

দুর্ঘটনায় আহত রবিউল ইসলাম রবিউল ও মিলন গাজীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বাতেন মিয়া নামের এক অ্যাম্বুলেন্সচালক। ঢামেকে বিকেল পাঁচটার দিকে মৃত্যু হয় রবিউলের। রাত পৌনে ১০টার দিকে প্রাণ হারান মিলন।

মিলনের বড় ভাই জলিল গাজী জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদরে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মিলন ছিলেন দ্বিতীয়।

জলিল আরও জানান, তার ভাই সাভার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ঠিকাদারি করতেন। রোববার বিকেলে এক ব্যক্তি ফোনে তাকে (জলিল) দুর্ঘটনার কথা জানান। পরে ঢামেকে গিয়ে মিলনের মরদেহ দেখতে পান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাহ আলী বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনেরই মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে কারও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর