বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি ব্যবসায়ীদের

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১৯:৩৭

প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে এমন অবাস্তব আইন না করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান সম্মেলনে উপস্থিত বক্তারা।

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণের প্রস্তাবনাকে অযৌক্তিক আখ্যা দিয়ে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি।

রোববার দুপুরে নগরীর পুলিশ কমিউনিটি হলে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির রংপুর কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য প্রণীত খসড়া আইনে বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণ ব্যতীত তামাক ও তামাকজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া ধূমপান এলাকা বিলুপ্ত, খুচরা শলাকা বিক্রয় নিষিদ্ধ, পাবলিক প্লেসে চায়ের দোকান না রাখা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ ও জরিমানার পরিমাণ মাত্রাতিরিক্ত বাড়ানো হয়েছে।

ব্যবসায়ী রাকিব বলেন, ‘আইনটি বাস্তবায়ন হলে এই খাতের সঙ্গে জড়িত প্রায় ১৫ লাখ প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী, সব খুচরা বিক্রেতা ও তাদের পরিবারবর্গ মিলে প্রায় ৭০-৮০ লাখ নিম্ন আয়ের মানুষের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তা ছাড়া মাঠপর্যায়ে এই ধরনের আইনের যথেচ্ছা অপপ্রয়োগে অতি ক্ষুদ্র, খুচরা ব্যবসায়িক জনগোষ্ঠী হয়রানির শিকার হবে। এসব জনগোষ্ঠীর মধ্যে কর্মহীনতার হার বাড়বে, অবৈধ নকল পণ্যে বাজার সয়লাব হয়ে যাবে। এর ফলে সরকার হারাবে বিপুল রাজস্ব।’

প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে এমন অবাস্তব আইন না করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান সম্মেলনে উপস্থিত বক্তারা।

রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসিব-এর সহসভাপতি আশরাফুল আনসারী, মুহম্মদ ওয়ালিদ প্রামাণিক, খাদিজা বেগম শোভা, নাসিব-এর মহিলা কাউন্সিলের সভাপতি সামসি আরা জামানসহ অনেকে।

এ বিভাগের আরো খবর