বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযানে জব্দ অবৈধ মোবাইল, সিম, ওয়াকিটকি

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১৭:৫৮

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ও নকল হ্যান্ডসেট, ওয়াকিটকি, অবৈধ সিম বিক্রয়কারী ও অবৈধ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের এলাকায় স্থানীয় প্রশাসন ও র‌্যাবের সহযোগিতায় অবৈধ টেলিযোগাযোগ সেবার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত বুধবার ও বৃহস্পতিবারের ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ও নকল হ্যান্ডসেট, ওয়াকিটকি, অবৈধ সিম বিক্রয়কারী ও অবৈধ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ১৩৬টি অবৈধ ও নকল মোবাইল, ওয়াকিটকি, অবৈধ সিম ও অন্য অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি জব্দ করা হয়।

বিটিআরসির এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম এ তালেব হোসেনের নেতৃত্বে পরিদর্শক দল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন ও র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।

উখিয়ার কুতুপালং বাজার, আলম মার্কেট, বখতিয়ার মার্কেট, উখিয়া বাজার ও কোর্টবাজার এলাকার চৌধুরী মার্কেটে অভিযান চালায় বিটিআরসি।

এ ছাড়া উখিয়ার কোর্টবাজার এলাকায় চৌধুরী মার্কেটের লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালিয়ে অবৈধ ইন্টারনেট সংযোগ দেয়ার বিভিন্ন টেলিযোগাযোগ যন্ত্রপাতি জব্দ করা হয়।

পরে বিটিআরসির পরিদর্শক দল লাইসেন্সবিহীন অবৈধ ইন্টারনেট সেবা প্রদানকারী বেলাল হোসেন সাঈদির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধিত ২০১০) এর ৩৫(২)/৫৭(৩) ধারায় উখিয়া থানায় মামলা করেন।

সরকারি আইন ও বিধি লঙ্ঘনকারী টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর