বাড়ির কাছে ছাইকোলা বিলের জমিতে কাজ করছিলেন দুই ভাই। সে সময় হালকা বৃষ্টি শুরু হলে তারা গরু দুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেন।
পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি গরুও মারা গেছে।
পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামে রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও রেজাউল করিম। তারা চাচাতো ভাই।
ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়ির কাছ ছাইকোলা বিলের জমিতে কাজ করছিলেন দুই ভাই। সে সময় হালকা বৃষ্টি শুরু হলে তারা গরু দুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেন। পথে বজ্রপাতে তারা মারা যান, গরুগুলোও মরে পড়ে থাকে মাঠে।