নিয়মতান্ত্রিক আন্দোলন করলে বিএনপিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে তারা জনগণের জানমালের ক্ষতি করবে, এটা করতে দেব না।
‘তারা প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে এতে বাধা দেব না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে নিরাপত্তা বাহিনি জবাব দেবে।’
‘তারা নিয়মতান্ত্রিকভাবে যে সভা বা প্রচার করবে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা তৈরি করবে বা জানমালে আঘাত করবে সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে না, তাদের কাজ তারা করবে। বিএনপির ডাকে সারা দিয়ে জনগণ আন্দোলনে নামবে কিনা এটা জনগণের উপর নির্ভর করে। জনগণ নামলে তো নামবে। তবে এটা নিশ্চিত যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আলোকিত হচ্ছে সেখানে এদেশের মানুষ আর কখনই অন্ধকারে ফিরে যাবে না।’
সভায় ১৫ আগস্টকে সামনে রেখে বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ধানমন্ডি লেকেও নৌপুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে। ওই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিয়ের ব্যবস্থা ডিএমপির নির্দেশনায় হবে। বিদেশি মিশনের কূটনৈতিকরা ধানমন্ডি ও বনানী কবরস্থানে পুস্পস্তবক দিতে যাওয়া আসার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ব্যবস্থা থাকবে।’