বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন হাজার কেজি গাঁজা ধ্বংস করল বিজিবি

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১৩:০৬

কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘দেশের তারুণদের ধ্বংসের জন্য মাদক দায়ী। বিজিবি শুধু সীমান্ত পাহারাই দেয় না, মাদকদ্রব্য জব্দেও বেশ সফল।’

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

কোটবাড়ী ১০ নম্বর বিজিবি সেক্টরে রোববার সকাল ১০টার দিকে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন।

এ ছাড়া সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মুখ্য বিচারিক হাকিম সোহেল রানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘দেশের তরুণদের ধ্বংসের জন্য মাদক দায়ী। বিজিবি শুধু সীমান্ত পাহারাই দেয় না, মাদকদ্রব্য জব্দেও বেশ সফল। তাদের এ কাজে সাধুবাদ জানাই। মাদক যেন দেশে বিশেষ করে কুমিল্লায় প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আরও তৎপর থাকবে বিজিবির জওয়ানরা, এ প্রত্যাশাই করি।’

কমান্ডার মুহাম্মদ ইসহাক বলেন, ‘গত বছর ১ জুলাই থেকে কুমিল্লা ও ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে ২০ হাজার ৮৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ হাজার কেজি গাঁজা, ৩২ হাজার ৯০২ বোতল বিদেশি মদ, ২ হাজার ১৭৭ বোতল বিয়ার, ৪ হাজার ১৮৪ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

‘এ ছাড়াও ১০ হাজার ২৮২ পিস ইয়াবা, ১ লাখ ৫১ হাজার ২৬০ পিস টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৮২ হাজার ৫২৫ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।’

এ বিভাগের আরো খবর