ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৪৮ বছরের জানিক হোসেনের বাড়ি উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে। তিনি গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর অনুসারী ও একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতে জানিককে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।
তিনি বলেন, ‘তথ্য নিয়ে জানা গেছে, জানিক হোসেন কিছুদিন আগে একটি হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন।’
কোন হত্যা মামলার আসামি ছিলেন জানতে চাইলে তাৎক্ষণিক তা জানাতে পারেননি ওসি।
স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও দলাদলির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’