বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলে গেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ১০:০২

‘কিডনিজনিত অসুস্থতার কারণে বাবা রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ ক‌রে অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসাতেই মারা যান তি‌নি।’

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হা‌বিব কামাল মারা গেছেন।

রাজধানীর বনানীর নিজ বাসায় শ‌নিবার রাত ১১টায় মারা যান তি‌নি। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌ল ৬৮ বছর।

তার ছে‌লে কামরুল আহসান রুপম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, ‘কিডনিজনিত অসুস্থতার কারণে বাবা রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসাতেই মারা যান তি‌নি।’

রা‌তেই মরদেহ ব‌রিশা‌ল নগরীর কালুশাহ সড়‌কের বাসায় নেয়ার কথা রয়েছে।

আহসান হা‌বিব কামাল ব‌রিশাল দ‌ক্ষিণ জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম্যান ছি‌লেন তি‌নি।

এ বিভাগের আরো খবর