সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা মহানগর বিএনপি।
নগরীর ধর্মসাগর পাড়ে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শনিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হন দলের নেতা-কর্মীরা। শেষ হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের স্থায়ী কার্যালয়ে গিয়ে।
বিকেলে সেখানে আলোচনা সভা হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘বিকেল ৩টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের স্থায়ী কার্যালয়ে একটি আলোচনা সভা হবে। এরপর আবার বিক্ষোভ মিছিল হবে।’
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার, সেলিম খান, অ্যাডভোকেট হোসেন, সদস্য আব্দুর রহমান, মনিরুল ইসলাম বাচ্চু,আবদুল জলিল, আব্দুল্লাহ আল মোমেন, যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমিরসহ আরও নেতা-কর্মী ছিলেন।