কেইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাগর আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কেইপিজেডের ৩ নম্বর কারখানার পানি শোধনাগারের প্লাস্টিক ওয়েস্টেজ রুমে আগুন লাগে। আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কেইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাগর আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কেইপিজেডের ৩ নম্বর কারখানার পানি শোধনাগারের প্লাস্টিক ওয়েস্টেজ রুমে আগুন লাগে। আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।