রাজশাহী থেকে নিখোঁজ চার স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের অভিযানে উদ্ধার ওই স্কুলছাত্রী তিন দিন ধরে নিখোঁজ ছিল।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। তারা রাজশাহী নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে ওসি জানান, স্কুলে যাওয়ার কথা বলে গত ২৬ জুলাই বাড়ি থেকে বের হয়ে যায় তারা। পরে আর বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।
খোঁজ না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ চার ছাত্রীর মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক নারীকে রাজশাহীতে নেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো যাবে।’