নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সদর উপজেলার চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ৩২ বছর বয়সী বশির ব্যাপারীর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার কান্দাপাড়া এলাকায়। তিনি মাছ বিক্রির পাশাপাশি ড্রেজার দিয়ে পুকুর খননের কাজও করতেন।
মুক্তারপর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধলেশ্বরী নদীতে রাত ৯টার দিকে মরদেহ ভেসে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ পরিদর্শক আরও জানান, বশির তার বাড়ি থেকে তিন দিন আগে নিখোঁজ হন। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে টঙ্গিবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।
নৌ পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, ‘নিহতের হাত-পা বাঁধা ছিল। এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ কারণে এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।