বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাগল চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার, ফ্রিজে মিলল মাংস

  •    
  • ২৯ জুলাই, ২০২২ ০৯:১০

মামলার এজাহারে বলা হয়েছে, আবু গাজীর সঙ্গে ওই একই এলাকার বাসিন্দা রেজাউল হক রাজনের আগে থেকে বিরোধ চলছিল। এর জেরে আবু গাজীর একটি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন রাজন। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হয়।

পটুয়াখালীর দুমকি উপজেলায় ছাগল চুরির অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব‌্যক্তি হ‌লেন দুমকি উপ‌জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন।

পটুয়াখালীর আদালত পুলিশ পরিদর্শক মো. শাহাজাহান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, বৃহস্পতিবার বিকেলে আসামি রাজন‌কে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হা‌জির করা হ‌লে বিচা‌রক আ‌শিষ রায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নি‌র্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু গাজীর সঙ্গে ওই একই এলাকার বাসিন্দা রেজাউল হক রাজনের আগে থেকে বিরোধ চলছিল। বুধবার বিকেলে এরই জেরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন রাজন।

এতে বলা হয়েছে, পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রাজনের কাছে ছাগলের বিষয়ে জানতে চান আবু গাজী। তখন রাজন আবু গাজী‌কে গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেন।

বুধবার দুমকি থানায় রেজাউল হক রাজনকে আসামি করে একটি মামলা করেন আবু গাজী। ওই‌দিনই গভীর রাতে পুলিশ রাজনকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৫ কেজি ছাগলের মাংস উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, ‘যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘ছাগল চুরির ঘটনায় থানায় মামলার পর তা‌কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদাল‌তে পাঠা‌নো হ‌লে বিজ্ঞ বিচারক রাজন‌কে জেলে পাঠান।’

এ বিভাগের আরো খবর