বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁঠালের কনে পেয়ারা, আমড়ার বর আম

  •    
  • ২৯ জুলাই, ২০২২ ০০:১৩

রীতি মেনে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে মঞ্চে ৩০০ বর ও ৩০০ কনে গাছে বিয়ে হয়।

চারদিকে হই-হুল্লোড়। ঢোল-তবলার তালে তালে চলছে নাচ-গান। বিয়ের মঞ্চও প্রস্তুত।

কিছুক্ষণ পরই দুই জোড়া বর-কনে নিয়ে মঞ্চে উঠলেন কাজী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

সবুজের বিয়ে হলো সাথীর সঙ্গে, জয়ের বউ হলেন কুসুম। তবে তারা মানুষ নয়, গাছ।

সবুজ হল কাঁঠাল গাছের চারার নাম। এর কনে সাথী পেয়ারা গাছের চাড়া। আর জয় হলো আম ও তার কনে কুসুম হলো আমড়া গাছের চাড়া।

মজার এই বিয়ে হয়েছে বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালীরবাজার মাধ্যমিক স্কুলে।

রীতি মেনে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে মঞ্চে ৩০০ বর ও ৩০০ কনে গাছে বিয়ে হয়।

স্কুলটির শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এই আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। বিয়ের আনুষ্ঠানিকতার পর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন গাছের চারা।

ইউএনও বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বাড়াতে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘ থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নেবে।’

লাল-সবুজ সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, প্রায় ১ লাখ গাছের চাড়া এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামি তিন মাসে সারা দেশে বিভিন্ন স্কুল এভাবে গাছের চারা দেয়া হবে।

এ বিভাগের আরো খবর