পাবনার কাশীনাথপুরে বাসচাপায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ঢাকা মহাসড়কের কাশীনাথপুরের কোরিয়াল গ্রামে বৃহস্পতিপার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
মাধপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আহাম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর খারা পাড়া গ্রামের আবু সাঈদ, তার ছেলে ৫ বছর বয়সী ছেলে তাওহীদ ও একই গ্রামের তারেক হোসেনের ৬ বছরের মেয়ে রোজা মনি।
হাইওয়ে পুলিশ পরিদর্শক কাশেম জানান, ভ্যানে করে শহীদনগর গ্রাম থেকে দুর্গাপুরের দিকে ফিরছিলেন একই গ্রামের কয়েকজন। পথে মহাসড়কের কোরিয়াল গ্রামে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহনের বাস ভ্যানটিকে চাপা দেয়।
কাশেম আরও জানান, স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে পথেই তিন জনের মৃত্যু হয়। ভ্যানচালকসহ আহত অন্যদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।