নরসিংদীর পলাশে ৯ বছর বয়সী নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাশের ঘোড়াশাল পৌর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে সোহরাব সিকদার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।
তিনি জানান, শিশুর বাবা বুধবার রাতে সোহরাবের নামে মামলা করেছিলেন।
এজাহারে বলা হয়েছে, গত ২২ জুলাই শিশুটি নানাবাড়ি যায়। সন্ধ্যায় একা পেয়ে তাকে যৌন নিপীড়ন করেন সোহরাব। শিশুর চিৎকারে লোকজন জড়ো হয়। খবর পেয়ে বাড়ির সবাই ফিরলে শিশুটি নিজ বাড়ি চলে যেতে চায়।
বাদীর অভিযোগ, বাড়ি ফেরার পর থেকে শিশুর যৌনাঙ্গে রক্তক্ষরণ হতে থাকে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় নরসিংদী সদর হাসপাতালে। এর মধ্যে নানার বিষয়টি পরিবারকে জানায় সে। শিশু কিছুটা সুস্থ হলে মামলার সিদ্ধান্ত নেয় পরিবার।