বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ২১:৫২

ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ী থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় পিকআপের ধাক্কায় অজ্ঞতানামা এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেলে সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

ওই নারীকে নিয়ে আসা পথচারী রিফাত হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন রাস্তা পার হচ্ছিলেন তিনি। সে সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে রোডের পাশে পড়ে যান। সে সময় চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ী থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর