বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশে ছাত্রলীগ কর্মীদের দেখতে চান এমপি

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ১৬:৫৪

এমপি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের পাঁচ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না।’

পুলিশে ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা জোহরা আলাউদ্দিন।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের পাঁচ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না।’

মৌলভীবাজার পুলিশ লাইনে মতবিনিময় সভায় বৃহস্পতিবার বিকেলে তিনি এই দাবি জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

আক্ষেপের সুরে সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, ‘এই ছেলেরা (ছাত্রলীগ কর্মীরা) কী চাকরি পাওয়ার এত‌ই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও রিকোয়েস্টের সুযোগ পাই না।’

বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ পুরোনো। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলীয়করণের কারণে কাজ করা যাচ্ছে না। কাজে অসুবিধা হচ্ছে।’

এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, ‘অযোগ্যদের নিয়োগ দিতে বলছি না। লিখত পাস করার পর ভাইবায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলেমেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি, এই আরজি।’

একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন-৩৬ থেকে নির্বাচিত হন সৈয়দা জোহরা আলাউদ্দিন। তার বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পুলিশে ছাত্রলীগ কর্মী নিয়োগের বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

এ বিভাগের আরো খবর