রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে বাসের চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। মিথিলা আক্তার মিম নামে ১৬ বছর বয়সী মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আরিফ হোসেন জানান, এক বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয় মিম। সাদ্দাম মার্কেটের সামনে আসার পর রাস্তায় পড়ে গেলে শীতল পরিবহনের বাসে পিষ্ট হয় সে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহতের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।’
মিম চাঁদপুরের নূর মোহাম্মদের মেয়ে। সে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় পড়ত। যাত্রাবাড়ীতেই তাদের বাসা।