দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ।
হালদার নোয়াপাড়া, উত্তর মোহরাসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন হালদার অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক।
তিনি বলেন, ‘সকাল থেকে আমাদের ক্যাম্প ও সদরঘাট নৌ থানার যৌথ অভিযান চলছিল। অভিযানে নদীর মোহনায়, কদুরখিল, কচুখাইন, নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকা থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। নদীতে চোরা শিকারিরা এসব জাল বসিয়ে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করে থাকে।’
মা মাছ রক্ষায় হালদায় এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।