বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর ‘হামলা’

  •    
  • ২৭ জুলাই, ২০২২ ১৩:৪৭

লক্ষ্মীপুরের পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘৩ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

লক্ষ্মীপুর সদরের দিঘলী, রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহসহ তিন ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি ও পুরুষ ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। ইভিএমের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানা গেছে।

এর মধ্যে সদরের দিঘলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নির্বাচনের দিন সকালে উত্তর দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকার প্রার্থী সালাউদ্দিন জাবেদের লোকজন তার ওপর এ হামলা করে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আলতাফ হোসেন বলেন, ‘নৌকার প্রার্থী সালাউদ্দিন জাবেদের নিদের্শে তার ভাইয়ের নেতৃত্বে কেন্দ্রে আমার ওপর তারা হামলা চালায়। এ বিষয়ে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। এর আগেও কয়েকবার আমার ও সমর্থকদের ওপর হামলা হলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন।’

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সালাউদ্দিন জাবেদ বলেন, ‘কে বা কারা আলতাফ হোসেনের হামলা চালিয়েছে, সেটা আমার জানা নেই। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।’

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, হামলার বিষয়টি সঠিক নয়। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সদরের দিঘলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন। ছবি: নিউজবাংলা

এ ঘটনা ছাড়াও রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ দিকে অনিয়মের অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ খাগুডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ কবিরকে ও নৌকার এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, ‘কেন্দ্রে বিশৃংখলা ও অনিয়মের অভিযোগে তাদের আটক করা হয়েছে।’

মাহমুদ কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহ ইউনিয়নে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কমিশন জানিয়েছে, তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই তিন ইউপিতে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮শ ২১জন।

২৭টি ভোট কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, এটি চলবে বেলা ৪টা পর্যন্ত।

বেশিরভাগ কেন্দ্রকে ঝকিঁপূর্ণ ধরে সে অনুপাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। দিঘলী ও রামগতির বড়খেরী ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)মাধ্যমে এবং চর আবদুল্লাহ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, ৩ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩৫০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত রয়েছে। বিশঙ্খলা করলে কেউ ছাড় পাবে না।

এ বিভাগের আরো খবর