বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসদাচরণ: বিমানের কেবিন ক্রু বরখাস্ত

  •    
  • ২৭ জুলাই, ২০২২ ১৩:২২

গত বৃহস্পতিবার বিমানের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ ওঠে। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পরপরই এর চার কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করা হয়।

যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ঝগড়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মুগনি মোস্তফা নামের ওই ক্রু বিমানের ফ্লাইট স্ট্রুয়ার্ট হিসেবে কর্মরত ছিলেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বিমানের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ ওঠে। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পরপরই এর চার কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করা হয়।

ওই ফ্লাইটের যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বিজি ৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

বিমানের ভেতর এসি কাজ না করায় কয়েকজন যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করলে ক্রুদের পানি দিতে বলেন। পানি চাওয়া নিয়ে মুগনি নামে এক ক্রু নিজেকে যাত্রীদের ‘সার্ভেন্ট নন’ এবং ‘মেশিন নন’ বলে জানান। এ নিয়ে তিনি বেশ কয়েক দফা ঝগড়াও করেন যাত্রীদের সঙ্গে। অন্য ক্রুরাও তার সঙ্গে ছিলেন।

ফ্লাইটটি ঢাকায় নামার সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। সমাধানের জন্য সেই ক্রুকে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা। সেখানেও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। যাত্রীদের তোপের মুখে সেই ক্রু ঘটনাস্থল ছাড়েন।

এ বিভাগের আরো খবর