নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান রাজনৈতিক সংলাপে অংশ নিচ্ছে না আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী এই সংলাপ হওয়ার কথা ছিল।
ইসির এদিনের সংলাপে অন্য দুটি রাজনৈতিক দল জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নিচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও এ দিনের সংলাপে অংশ নিচ্ছে না। তবে অন্য যে কোনো দিন তারা সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সহকারী পরিচালক আশাদুল হক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবারের সংলাপে চারটি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুলের নেতৃত্বে মোট ১০ জন সদস্য আসবেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়ার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। এ লক্ষ্যে ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিএনপিসহ সমমনা দল বেশ কয়েকটি ইসির এ সংলাপ বর্জন করেছে।
চলমান সংলাপের নবম দিনে এসে বুধবার পর্যন্ত ৩২টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। সবশেষ বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ‘না’ করে দেয়ায় এ দিন পর্যন্ত সংলাপে অংশ নেয়া দলের সংখ্যা দাঁড়াবে ২৩টি। সংলাপ বর্জন করেছে ৮টি দল। আরেকটি দল সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে। এরপর আরো ৭টি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে, যা চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।