নেত্রকোণার কেন্দুয়ায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক সেলিম মিয়া নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ডুমদি গ্রামের একটি জমি নিয়ে সেলিম মিয়ার সঙ্গে সে গ্রামের সোহেল মিয়ার অনেক দিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সেলিম ওই জমিতে কাজ করতে যান। এ সময় সোহেল মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার জন্য রওনা হয়। পথেই তিনি মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোণা সদর হাসপাতালে।