বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিজিটাল আইনের মামলায় ৩ সাংবাদিকের জামিন

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ১৭:১৫

আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, ‘বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে। এ কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, এই ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার মতো উপযুক্ত না।’

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় রংপুরের তিন সাংবাদিককে জামিন দিয়েছে আদালত।

জেলার সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক আব্দুল মজিদ মঙ্গলবার দুপুরে তাদের জামিন দেন।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আদালত পরিদর্শক আব্দুর রশীদ। তিনি বলেন, তিন সাংবাদিক আদালতে হাজির হয়ে জামিনের জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন দেয়।

জামিন পেয়েছেন দৈনিক মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশীদ ও ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম।

বিবাদী পক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, ‘সরকারি সুবিধাবঞ্চিতদের অভিযোগের ভিত্তিতে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ক্ষুব্ধ হন। প্রভাবশালী এক স্বজনকে দিয়ে তিনি গত বছরের ১৬ জুন ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করান। ১৬ জুলাই তিন সাংবাদিকের নামে আদালত সমন জারি করে।’

পলাশ কান্তি নাগ বলেন, ‘বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদে ভুল তথ্য ও ছবি প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে। এ কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, এই ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার মতো উপযুক্ত না।’

২০১৯ সালে ভিজিএফের চাল অন্যত্র সরিয়ে রাখার অভিযোগে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে র‍্যাব-১৩ অভিযান চালিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা হয়।

এ বিভাগের আরো খবর